১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - ই-বুক : নাঈমুল হোসেন চৌধুরী



১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর - রাজাকার, আল-বদর, আল-শামস সহ আরো যারা এদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করার ষড়যন্ত্র বাস্তবায়িত করতে গিয়ে নয় মাসব্যাপী দেশের অগণিত বুদ্ধিজীবিদের হত্যা করেছে, তাদের সেসব নিয়ে ব্লগার নাঈমুল হোসেন চৌধুরীর একটা সিরিজ পোষ্ট ছিলো সামহ্যোয়ার ইন ব্লগে, প্রাথমিক ভাবে। সম্পূর্ন সিরিজটির পিডিএফ ই-বুক কপিটি এখানে লিংক করে দিলাম।

টুকরো টুকরো ছড়িয়ে থাকা তথ্য অনেক সময়ই হাতে পাওয়া যায় না চট করে, তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা।


১৯৭১ সালে বাংলাদেশে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত

ডাউনলোড লিংকঃ

 গুগল ডকুমেন্ট অনলাইন

মিডিয়াফায়ার

SCRIBD

১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত : নাঈমুল হোসেন চৌধুরী


১৯৭১ সালে বাংলাদেশে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত


[Image]





১৪ই ডিসেম্বর, ১৯৭১ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটি দিন দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযু্দ্ধের পর বিজয় যখন দ্বারপ্রান্তে,তখন বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের সমন্বয়ে এদিন রচিত হয় বাংলাদেশকে বুদ্ধিহীন করার নীল ষড়যন্ত্রের জাল পরাজয় নিশ্চিত জেনে এদেশকে একেবারে পঙ্গু করে দেয়ার হীন মানসিকতার বশবর্তী হয়ে পাকিস্তানীরা দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবিদের একে একে আটক করে হত্যা করে এই দিনে তাই এই দিনটি বিবেকবান বাংলাদেশী মাত্রই সবার হৃদয়ে গভীর রেখাপাত করে ২৫শে ডিসেম্বর সেই কালরাত্রের পর থেকেই ১৬ই ডিসেম্বর পর্যন্ত সময়ে সারা দেশব্যাপী বুদ্ধিজীবিদের খুঁজে খুঁজে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। সে সময়কার বুদ্ধিজীবিদের হত্যার বিস্তারিত বিবরণ বিভিন্ন ইংরেজী ওয়েবসাইটে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঐসমস্ত ওয়েবসাইট থেকে কিছু অংশ সবার পড়ার সুবিধার জন্য বাংলায় অনুবাদ করছি এই সিরিজটাতে
…………… এটা এখন জ্ঞাত যে, ১২ই ডিসেম্বর রোববার,যখন ভারতীয় সারি ঢাকার দিকে এগিয়ে আসছিল, একদল উচ্চপদস্থ পাকিস্তানী সেনা কর্মকর্তা এবং তাদের বেসামরিক সতীর্থরা শহরের প্রেসিডেন্সিয়াল বাসভবনে বৈঠকে বসে তারা গ্রেফতার হত্যা করার জন্য ২৫০ জন মানুষের নাম একত্র করে, যাদের মধ্যে ছিল ঢাকার পেশাজীবি শ্রেণীদের মধ্যে সেরা মানুষ যারা এরই মধ্যে গৃহযুদ্ধে নিহত হয়নি১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক আত্মসমর্পন সই হওয়ার কয়েক ঘন্টা আগে আল-বদর রাজাকার নামের একটি সংগঠনের অন্তর্ভুক্ত উগ্র ডানপন্থী মুসলিমদের মধ্য থেকে চিহ্ণিত কিছু লোক দ্বারা তাঁদের সোমবার মঙ্গলবার গ্রেফতার করা হয় উপদ্রুত ব্যক্তিদের দলবেঁধে নিয়ে যাওয়া হয় শহরের একটি দুর্গম এলাকায়, যেখানে তাঁদের সমষ্টিগতভাবে হত্যা করা হয় ……………… (The Times, December 23, 1971)